ফিফা বিশ্বকাপ ২০২২: ঘোষিত হল সার্বিয়ার ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স সার্বিয়া, ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য তাদের বিশ্বকাপের ২৬ জন সদস্যের নাম ঘোষণা করেছে। কোচ ড্রাগান স্টজকোভিচ তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড় মিলিয়ে বেশ শক্তিশালী দল গড়েছেন।
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে সার্বিয়া সেমিফাইনাল খেলে। এরপরেও বিশ্বকাপে তাঁরা বেশ কয়েকবার নজর কেরেছিল। ১৯৬২ সালে তাঁরা চতুর্থ স্থানে শেষ করে। যদিও শেষ বিশ্বকাপে তাঁরা গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয়।
২০২২ ফুটবল বিশ্বকাপে সার্বিয়া গ্রুপ 'জি' তে ব্রাজিল, সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিরুদ্ধে খেলবে। কঠিন গ্রুপ হলেও দলের শক্তি অনুযায়ী তাঁরা নক আউট পর্যায় যাওয়ার প্রবলতম দাবিদার।
গোলকিপার- মার্কো ডিমিট্রোভিচ, প্রিড্র্যাগ রাজকোভিচ, ভ্যান জা মিলিনকোভিচ স্যাভিচ
ডিফেন্ডার- স্টিফান মিট্রোভিচ, নিকোলা মিলেনকোভিচ, স্ট্রাহিঞ্জা পাভলোভিচ, মিলোস ভেলজকোভিচ, ফিলিপ ম্লাডেনোভিচ, স্ট্রাহিঞ্জা ইরাকোভিচ
মিডফিল্ডার- নেমাঞ্জা গুডেলজ, সেরগেজ মিলিনকোভিচ সেভিচ, সাসা লুকিচ, মারকো গ্রুসিচ, ফিলিপ কস্টিচ, উরোস রেসিই, নেমাঞ্জা মাক্সিমোভিচ, ইভানিলিচ, আন্দ্রিজা যিভকোভিচ
ফরোয়ার্ড- ডুসান টাডিচ, আলেক্সান্দার মিট্রোভিচ, ডুসান ভ্লাহোভিচ, ফিলিপ ডুরিচিচ, লুকা জোভিচ, নেমাঞ্জা রাডোনজিচ