এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলে টানা ৬টি ম্যাচ হেরে লিগ টেবিলের শেষে ইস্টবেঙ্গল। নতুন হেড কোচ অস্কার ব্রুজোঁ দলের দায়িত্ব নিলেও জয়ের পথে এখনো ফিরতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল সমর্থকদের আশা-ভরসা ভেঙে তৈরি হচ্ছে ক্ষোভ, অভিমান এবং কষ্টের। তবে এরই মাঝে এশীয় পর্যায় বড় স্বস্তি পেতে পারে ইস্টবেঙ্গল। ঘরোয়া লিগে শেষে থাকলেও এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায় টপকে পৌঁছে যেতে পারে কোয়ার্টার ফাইনালে! কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
আগামী ২৬ অক্টোবর ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচটি খেলতে নামবে দিয়ামান্টাকোস, কেল্টন সিলভারা। গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচই ইস্টবেঙ্গল খেলবে ভুটানে। ২৬ অক্টোবর ইস্টবেঙ্গল মুখোমুখি হবে আয়োজক দল পারো এফসির। ২৯ অক্টোবর খেলবে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এবং ১ নভেম্বর মুখোমুখি হওয়ার কথা নেজমেহ এফসির বিরুদ্ধে।
নিয়মানুযায়ী গ্রুপ শীর্ষে থাকা দল পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে। তবে দ্বিতীয় স্থানে শেষ করলেও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার। সেক্ষেত্রে পশ্চিম অঞ্চলের তিনটি গ্রুপের মধ্যে শ্রেষ্ঠ দ্বিতীয় স্থানাধিকারী যোগ্যতা অর্জন করবে কোয়ার্টার ফাইনালের।
বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো দলের থেকে খাতায় কলমে এগিয়ে ইস্টবেঙ্গল। এএফসি টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের সাম্প্রতিক সময় লড়াই করলেও পারো এফসি তুলনামূলক দুর্বল দল। সেক্ষেত্রে এই দুই দলকে যদি ইস্টবেঙ্গল পরাজিত করতে পারে তাহলে নকআউটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেড়ে যাবে।
এর কারণ এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল লেবাননের নেজমেহ এফসি ভুটানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে নাও পারে বলে শোনা যাচ্ছে। মূলত ইরান, ইজরায়েল, লেবাননে যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যেভাবে বোমাবর্ষণ হচ্ছে সেই কারণে একাধিক ফ্লাইট বাতিল হচ্ছে বলে জানা যায়। ফলে নেজমেহ এফসির চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ করা নিয়েই উঠছে প্রশ্ন।
যদিও খবর অনুযায়ী লেবাননের এই দলটি এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার আশা এখনই ছাড়ছেনা। ১৮ অক্টোবর তারা কাতারে ৫ দিনের অনুশীলন শিবিরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে ভুটান যাওয়ার পরিকল্পনা তাদের। অন্যদিকে অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে লেবাননের অনূর্ধ্ব ১৭ দল। ফলে নেজমেহ এফসির এএফসি চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণ না করার জল্পনা আরও জোরালো হয়ে ওঠে।
অন্যদিকে বাংলাদেশের বসুন্ধরা কিংস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভুটান, ইস্টবেঙ্গল দলও শীঘ্রই ভুটানে নিজেদের প্রস্তুতি শুরু করে দেবে। এখন দেখার নেজমেহ এফসি শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কি না।