শুধু পর্তুগাল নয়, চাইলে এই চার দেশের হয়েও খেলতে পারেন রোনাল্ডোর ছেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হয়ত ২০২৬ বিশ্বকাপই তার শেষ। কিন্তু বাবার পথেই এগোনোর চেষ্টা করছে ছেলে রোনাল্ডো জুনিয়র। মাত্র ১৪ বছর বয়স হলেও, ইতিমধ্যেই বিশ্বের তাবড় তাবড় ক্লাবের যুব দলে খেলে ফেলেছে রোনাল্ডোর ছেলে। জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বর্তমানে আল নাসেরের যুব দলে খেলছে রোনাল্ডো জুনিয়র।
যদিও সে বাবার মত উচ্চতায় যেতে পারবে কিনা, তা এখনই বলা ঠিক নয়, তবে পর্তুগাল ছাড়াও এই চারটি দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে রোনাল্ডোর ছেলের সামনে। এমনই রিপোর্ট করেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। পর্তুগাল ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন ও কেপ ভার্দের হয়ে খেলার সুযোগ রয়েছে রোনাল্ডো জুনিয়রের।
পর্তুগিজ হলেও রোনাল্ডোর ছেলের জন্ম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে। ফলে জন্মগতভাবে রোনাল্ডো জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই বিচারে আমেরিকার জাতীয় দলে চাইলেই খেলতে পারে রোনাল্ডো জুনিয়র। এদিকে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগদানে রোনাল্ডোর সাথে তার ছেলেও এসেছিল। তারপর থেকে ৮ বছর স্পেনেই ছিল রোনাল্ডো জুনিয়র। ফলে স্পেনের নাগরিকত্বও পেতে পারে সে। আইন অনুযায়ী, ১০ বছরের নীচে কেউ যদি অন্তত ৩ বছর স্পেনে থাকে, তবে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।
এদিকে ২০২১ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে পুনরায় যোগ দিয়েছিলেন রোনাল্ডো। সেই ২ বছর রোনাল্ডো জুনিয়র ছিল ইংল্যান্ডেই, খেলেছিল ইউনাইটেডের যুব দলে। ফলে কিছু আইনি কার্যক্রম সারলে ইংল্যান্ডের নাগরিকত্বও পেতে পারে রোনাল্ডোর ছেলে।
সব শেষে, যে দেশের নাগরিকত্ব পেতে পারে রোনাল্ডোর বড় ছেলে, সেটি হল আফ্রিকার কেপ ভার্দে। রোনাল্ডোর বাবার ঠাকুমা ছিলেন কেপ ভার্দের অধিবাসী। ফলে সেই দিক থেকে বিচার করলে, রোনাল্ডোর ছেলে কেপ ভার্দের নাগরিকত্ব পেতে পারে।