এই শর্ত মানা না হলে ম্যাচ খেলবে না তারা! প্রতিবাদী সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী দিনে হয়ত মাঠেই নামবে না রিয়াল মাদ্রিদ, যদি না তাদের এই শর্ত পূরণ করা হয়। স্প্যানিশ জায়ান্টরা সিদ্ধান্ত নিয়েছে, দুটি ম্যাচের মধ্যে ন্যুনতম ৭২ ঘন্টার ব্যবধান না থাকলে, তারা সেই ম্যাচে নামবে না। শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে জয়ের পর এই সিদ্ধান্তে শিলমোহর দেন মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তি।
গত বুধবার স্থানীয় সময় রাত ৯টায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলে রিয়াল, যা গড়ায় ১২০ মিনিট এবং তারপর পেনাল্টি শুটআউট অবধি। তারপর শনিবার স্থানীয় সময় সন্ধ্যে ৬.৩০ টায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে নামতে হয় রিয়ালকে। ফলে দুই ম্যাচের মধ্যে মাত্র ৬৭ ঘন্টার কম ব্যবধান ছিল, যার ফলে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম পাননি।
সেই কারণে ফুটবলারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে লা লিগা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই প্রতিবাদে নেমেছে রিয়াল। বলা বাহুল্য, ফিফা ২০২৩ সালে সুপারিশ করেছিল, দুই ম্যাচের মধ্যে ৭২ ঘন্টার ব্যবধান রাখা উচিত। সেই কারণে এই নিয়ে ফিফার দ্বারস্থ হচ্ছে রিয়াল।