এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারতে হয়েছিল নোভাক জোকোভিচকে। খেলার ফল ছিল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪।
ফাইনাল হারের পর এবার শাস্তির মুখে পড়তে হল জোকোভিচকে। তামাম টেনিস প্রেমীরা অনেকেই বলছেন, এ যেন হার নয়, বরং টেনিস দুনিয়ায় নিজের উত্তরাধিকার রেখে যাওয়া। তবে শুধু হার নয়, জোকোভিচকে শাস্তিও পেতে হচ্ছে। কোর্টে রাগ দেখানোর কারণে জরিমানা দিতে হচ্ছে সার্বিয়ার খেলোয়াড়কে।
আরও পড়ুন: গ্যারাজ না শো-রুম! ধোনির বাইকের কালেকশন দেখে অবাক বেঙ্কটেশ প্রসাদ
পঞ্চম সেটে একটি শটের রিটার্ন করতে না পেরে হতাশ হয়ে নেটের একটি পোস্টে সজোরে র্যাকেট দিয়ে বেশ কয়েক বার আঘাত করেন জোকোভিচ। র্যাকেটটি ভেঙে যায়। সেই সঙ্গে কাঠের পোস্টটিও ক্ষতিগ্রস্থ হয়। সে কারণেই হল জরিমানা। ৬,১৫০ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই ঘটনা নিয়ে জোকার বলেন, "ওই ঘটনা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। হতাশার কারণে করে ফেলেছিলাম। দ্বিতীয় গেমে আমার কাছে ব্রেক করার সুযোগ ছিল। সেটা হাতছাড়া করেছিলাম।"