কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই মাউন্ট এভারেস্টে শৃঙ্গজয়! ইতিহাস গড়লেন পিয়ালি বসাক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিহাস গড়লেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। বাঙালি এই পর্বতারোহী কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই উঠে গেলেন মাউন্ট এভারেস্টের শীর্ষে। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ এই কীর্তি অর্জন করেন পিয়ালি, আর এই খবর সামনে আসতেই গর্বিত গোটা বাংলা।
আর এর জেরে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করলেন পিয়ালি। দীর্ঘদিন ধরে এই শৃঙ্গজয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে আর্থিকগত দিক থেকে সমস্যায় ছিলেন পিয়ালি। এভারেস্ট অভিযানের জন্য প্রয়োজন ছিল ৩৫ লক্ষ টাকা। বাড়ি বন্ধক রেখে এবং নিজের সমস্ত সঞ্চয় থেকে ১৮ লক্ষ টাকা তুলে এনেছিলেন পিয়ালি।
এরপর ফেসবুকে সাহায্যের পোস্ট চেয়ে পাঁচ লক্ষ টাকা যোগাড় করেন পিয়ালি। তবুও ১২ লক্ষ টাকা বাকি ছিল। এই সময়ে পিয়ালির এজেন্সি বাকি অর্থ দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারপর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে ওঠার লড়াই শুরু করেন পিয়ালি, যাতে তিনি সফল হয়েছেন।
গত ১ মে বেস ক্যাম্পে পৌঁছে সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেন পিয়ালি। এরপর ৫ মে দ্বিতীয় ক্যাম্পে পৌঁছন। সেখানে গিয়ে আবারও ফিরে আসেন বেস ক্যাম্পে। এই অভিযানে পিয়ালির সঙ্গী ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী দাওয়া শেরপা।
তবে এই প্রথম ইতিহাস গড়েননি পিয়ালি। গত অক্টোবর মাসে ধৌলগিরি শৃঙ্গ জয় করেন তিনি, কৃত্রিম অক্সিজেন ছাড়াই। এবার মাউন্ট লোৎসে জয় করাই লক্ষ্য পিয়ালির।