পহেলগাঁও ঘটনার প্রভাব পড়তে পারে এশিয়া কাপে, ভারতের এই সফরকে ঘিরে তৈরি অনিশ্চয়তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। এর জেরে কূটনৈতিকগত দিক থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা তৈরি হয়েছেই, তৈরি হয়েছে ক্রীড়াগত দিক থেকেও। এবার এর প্রভাব পড়তে চলেছে আসন্ন এশিয়া কাপে।
আগামী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ স্থগিত হতে পারে। ভারতে হতে চলা এশিয়া কাপে পাকিস্তান দলকে খেলতে দেওয়া হবে কিনা, সে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেক্ষেত্রে হাইব্রিড মডেলে হয়ত প্রতিযোগিতা হতে পারে। যেখানে পাকিস্তানের খেলাগুলি হতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিতে।
অন্যদিকে এশিয়া কাপের আগে ভারতের বাংলাদেশ সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলুর রহমান ভারতের একাধিক রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যার ফলে দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ফলে বাংলাদেশে ওডিআই ও টি২০ সিরিজ খেলা হয়ত হবে না ভারতের।