ভারতের সেরা পারফর্মার হয়েও জসপ্রীত বুমরাহের ডানা ছাঁটল বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাম্প্রতিক সময়ে ভারতের সব থেকে বড় ম্যাচ উইনার হিসেবে জসপ্রীত বুমরাহের নাম সবার আগে আসবে। এর ফলে গত অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ অধিনায়ক ছিলেন বুমরাহ, সেই সিরিজে ২টি টেস্টে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। তবে ভালো পারফর্মেন্স সত্ত্বেও বুমরাহের থেকে এই দায়িত্ব এবার নিয়ে নিতে চলেছে বিসিসিআই।
আসন্ন ইংল্যান্ড সফরে সহ অধিনায়ক হিসেবে থাকবেন না বুমরাহ, বরং রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করতে পারেন তারকা ব্যাটার শুভমন গিল। তবে বুমরাহকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
গত অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্ট ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। সেই চোট সারানোর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি বুমরাহের, আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও বাইরে ছিলেন। এই পরিস্থিতিতে ডাক্তারদের পরামর্শ, ইংল্যান্ডে হতে চলা ৫টি টেস্টের সব কয়টিতে খেলানো যাবে না বুমরাহকে, যার ফলে এমন সিদ্ধান্ত নিতে চলেছেন নির্বাচকরা।