কোহলির অবসরে বিরাট বার্তা ডেভিলিয়ার্স-গম্ভীরদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ বেশ কিছুদিন আগেই করেছিলেন। তবে এবার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন বিরাট। প্রিয় বন্ধু রোহিত শর্মার মতই ইন্সটাগ্রামে একটি পোস্টেই অনেক না বলা কথা বুঝিয়ে গেলেন বিরাট কোহলি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। বিরাটের অবসরে আবেগপ্রবণ শুধু তাঁর ভক্তরাই হননি, প্রাক্তন তারকা-মহাতারকা ক্রিকেটার, ধারাভাষ্যকার, ক্রিকেট কর্মকর্তারাও এই আবেগের শিকার।
তাঁর লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর পোস্ট করেন টুইটারে। লেখেন সিংহের মত প্যাশন বিরাটের। বিরাটকে মিস করবেন গৌতম গম্ভীর একথাও তিনি জানালেন।
ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট করেছেন যে তিনি চেয়েছিলেন ভরা গ্যালারিতে নিজের শেষ টেস্ট ম্যাচটি খেলুক বিরাট, কিন্তু সেটা আর সম্ভব নয়। বিরাট একটা জেনারেশনকে শিখিয়েছেন যে টেস্ট ক্রিকেটও 'কুল'।
এছাড়াও পোস্ট করেছেন তাঁর একসময়ের সঙ্গীরা। শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, কেভিন পিটারসন, এবিডি ভিলার্সের মতন তারকা বিদেশিরাও সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য জানিয়েছেন।