এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএল শুরু হবার আগেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। বাঁ-হাতের বুড়ো আঙ্গুলের চোটের কারণে প্রায় মে মাস পর্যন্ত খেলতে পারবেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। এই চোট সারতে সময় লাগবে কমপক্ষে ৮ সপ্তাহ।
আরও পড়ুন: বাংলা থেকেই ভবিষ্যতের সিন্ধু-সাইনাদের তৈরি করতে ব্যস্ত পুল্লেলা গোপীচাঁদ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় হাতে চোট পান কনওয়ে। দ্রুত এক্সরে করার জন্য মাঠ থেকে নিয়ে যাওয়া হয়ে তাঁকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে যে আঙুলে কোন ফ্র্যাকচার না হলেও তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।
বিভিন্ন পরীক্ষার পর মেডিকেল বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে যে, এই অস্ত্রোপচারের পর কমপক্ষে ৮ সপ্তাহ সময় লাগবে চোট সারতে। আট সপ্তাহ সময় লাগলে স্বভাবতই আইপিএলের প্রায় অনেকগুলো ম্যাচ খেলতে পারবেন না তিনি। আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ শে মার্চ থেকে। সুতরাং অর্ধেকের বেশি ম্যাচেই থাকছেন না কনওয়ে।