এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে সমতায় ফিরল ভারতীয় মহিলা ক্রিকেট দল। জেমাইমা রড্রিগেজের অলরাউন্ড পারফর্মেন্সে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে ১০৮ রানের বড় জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত কৌরের ভারত।
আরও পড়ুন- বুস্কেটসের পর মেসির আরও এক বন্ধু সই করতে চলেছেন ইন্টার মায়ামিতে
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের টপ অর্ডার এদিন রান পেতে ব্যর্থ হয়। তবে অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং জেমাইমা রড্রিগেজ ভারতকে ভালো স্কোরে পৌছাতে সাহায্য করে। তাঁদের ১৩১ রানের পার্টনারশিপ ভারতকে ২২৮ রান করতে সাহায্য করে।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য বড় বার্তা পাঠালেন জসপ্রিত বুমরাহ
জেমাইমা এদিন ৭৮ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে ভারতীয় অধিনায়ক করেন ৫২ রান।
২২৯ রান তারা করতে নেমে জেমাইমা ও দেবীকার বোলিংইয়ের সামনা কার্যত আত্মসমর্পন করে বাংলাদেশ। মাত্র ১২০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। মাত্র তিন রান দিয়ে চার উইকেট পান জেমাইমা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে তিনি এক ম্যাচে ৮০ এর বেশি রান এবং ৪ টি উইকেট নেওয়ার নজির গড়লেন। অন্যদিকে দেবীকা নিয়েছেন তিনটি উইকেট।