এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্টে কোয়াড্রিপসে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার কে এল রাহুল। চিকিৎসার কারণে লন্ডনে যেতে হয়েছিল রাহুলকে। তারপর ভারতে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে ছিলেন তিনি। তবে এমনটা শোনা যাচ্ছে, ২২ গজের ফেরার ছাড়পত্র তিনি পেতে চলেছেন।
আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল ধোনি বাহিনী
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে তিনি লন্ডনের বেশ কয়েকজন নামী ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। গত রবিবার তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহাবের জন্য যান। আশা করা যাচ্ছে তিনি খেলায় ফেরার ছাড়পত্র পেয়ে যাবেন। তিনি নিজেকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কিপার-ব্যাটার হিসাবে প্রমাণ করতে মরিয়া।
আইপিএলে তাঁর জায়গা পাকাপোক্ত হলেও উইকেট রক্ষক হিসেবে আগামী টি-টোয়েন্টি ২০২৪ বিশ্বকাপে জায়গা করার লক্ষ্য রয়েছেন রাহুল। তাঁর অনুপস্থিতিতে শিরোনামে উঠে এসেছে বেশ কিছু উইকেটরক্ষকের নাম। তবে অভিজ্ঞতার দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবেন রাহুল। আশা করে যাচ্ছে, ২৪ শে মার্চ আইপিএলের লখনউ সুপার জায়ান্টসের জার্সি গায়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে দেখা যাবে তাকে।