এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চীনের হাংঝাউতে হতে চলা আসন্ন এশিয়ান গেমসে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তবে এই দলের সাথে থাকবেন না হেড কোচ রাহুল দ্রাবিড়। বরং এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্বে থাকবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান তথা প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে হবে এশিয়ান গেমস, যা আসন্ন ওয়ানডে বিশ্বকাপের একেবারে কাছে। সেই কারণে দ্বিতীয় সারির দল এশিয়ান গেমসে পাঠাচ্ছে বিসিসিআই, যার নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। সেই কারণে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
এদিকে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের পর রাহুল দ্রাবিড় ও তার সাপোর্ট স্টাফকে বিশ্রাম দেওয়া হবে। যার ফলে আসন্ন আয়ারল্যান্ড সফরে ভিভিএস লক্ষ্মণ ও নতুন সাপোর্ট স্টাফকে পাঠানো হবে।
আরও পড়ুন - ভারতীয় দলে তিনটি ফরম্যাটেই দীর্ঘ কেরিয়ারের সম্ভবনা রয়েছে গিল ও জয়সওয়ালের: বিক্রম রাঠোর
এর আগেও ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। গত বছর টি২০ বিশ্বকাপ সেমি ফাইনালে হারার পর নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ।