এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লড়াকু জয় রাজস্থান রয়্যালসের। ১২ রানে জয়ী রাজস্থান। রিয়ান পরাগের দুর্দান্ত ব্যাটিং এবং ডেথ বোলিংয়ে সন্দীপ শর্মা ও আভেশ খানের নিখুঁত বোলিং মরশুমের দ্বিতীয় জয় এনে দেয় রাজস্থানকে। অন্যদিকে ২০২৪ আইপিএলের প্রথম দুই ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হয় দিল্লি ক্যাপিটালস।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। রাজস্থানের টপ অর্ডার ব্যাটাররা এদিন ব্যাট হাতে ব্যর্থ হলেও দলের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন রিয়ান পরাগ। ৪৫ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে ১৮৫ রানে পৌঁছে দেন।
আরও পড়ুন- এবার হার্দিককেই সরিয়ে দিলেন রোহিত, দেখুন ভিডিও
অন্যদিকে দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ ভালো শুরু করেন। ওয়ার্নার ৪৯ রানে আউট হয়ে যান। এরপর ত্রিস্তান স্টাবস এবং অক্ষর প্যাটেল দলের হাল ধরেন। ঋষভ পন্থ এদিনও বড় রান করতে পারেননি।
তবে শেষ ওভারে ১৭ রান বাকি থাকাকালীন আভেশ খানের নিখুঁত ইয়র্কার বোলিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় সঞ্জু স্যামসনের রাজস্থান। পর পর দুই ম্যাচে পরাজয়ের শিকার হয় দিল্লি ক্যাপিটালস।