সুপার কাপের ব্যর্থতায় ফিরতে চলেছে ফেডারেশন কাপ, হতে পারে মরশুমের শুরুতেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত সুপার কাপ সেভাবে নজর কাড়তে পারেনি ফুটবলপ্রেমীদের। এই প্রতিযোগিতায় এশিয়ায় খেলার সুযোগ থাকলেও মরশুমের শেষে হওয়ায় অধিকাংশ দল তাদের পূর্ণশক্তির দল আনতে চায় না, যার ফলে দর্শকদের আগমণ থেকে সম্প্রচারকারদের চাহিদায় অভাব ঘটছে।
এই পরিস্থিতিতে সুপার কাপের পরিবর্তে ভারতের প্রিমিয়ার কাপ প্রতিযোগিতা ফেডারেশন কাপকে আনার পরিকল্পনা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ১৯৭৭ সাল থেকে ফেড কাপ চললেও, ২০১৮ সালে সুপার কাপের জন্য এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এদিকে ফেডারেশন কাপ বা সুপার কাপ যাই থাকুক, তার চাহিদাকে বৃদ্ধি করতে মরশুমের শেষের পরিবর্তে মরশুমের শুরুতে আনতে চলেছে ফেডারেশন।
জানা গিয়েছে, গত মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ঐতিহ্যশালী ডুরান্ড কাপের জায়গায় মরশুমের শুরুতে হবে ফেড কাপ বা সুপার কাপ। আর ডুরান্ড হবে মরশুমের শেষে। সেপ্টেম্বর মাস থেকে শুরু করার চিন্তাভাবনা করছে ফেডারেশন। গত সপ্তাহে লিগ কমিটি মান্যতা দিয়েছে যে আইএসএল ও আইলিগ শুরুর আগে ফেডারেশন কাপ করার।