ফিফার তরফ থেকে ট্রান্সফার নির্বাসনের শাস্তি পেল মোহনবাগান! জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা পেল মোহনবাগান সমর্থকরা। ফিফার তরফ থেকে ট্রান্সফার ব্যানের শাস্তি পেল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু যে কারণে ট্রান্সফার নির্বাসন পেল, তা বেশ জটিল। সেটিও আবার তাদের ম্যাচ উইনার তথা অজি বিশ্বকাপার জেসন কামিংসের জন্য।
কিন্তু এটি কোনও বকেয়া বেতনের বিষয়ে নয়। ২০২৩ সালে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে জেসন কামিংসকে নিয়ে মোহনবাগান যে চুক্তিটি করেছিল, তার মধ্যে একটি ক্লজ ছিল সলিডিরিটি পেমেন্ট। যা হল, কামিংসের অনুশীলন থেকে প্রাপ্য এক অংশ যাবে খেলোয়াড়ের পুরোনো ক্লাবগুলিতে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকা।
যদিও মোহনবাগানের তরফ থেকে কামিংসের পুরো ট্রান্সফার ফি দেওয়া হয়েছিল, কিন্তু ফিফার ক্লিয়ারিং হাউসের সিস্টেমে এই অনুশীলনের প্রাপ্য অর্থের অংশ অর্থাৎ সলিডিরিটি পেমেন্টে কিছু অসঙ্গতি ধরা পড়ে। ফিফার তরফ থেকে আসা চিঠিতে জানানো হয়, এই নিয়ে দ্বিতীয়বার এই চুক্তি সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি ধরা পড়েছে।
যদিও মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে জানানো হয়েছিল, ম্যানেজমেন্টের তরফ থেকে এই অর্থ দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে তা সম্ভব হয়নি। যার ফলে আপাতত দেশীয় বা বিদেশী কোনও ফুটবলার নিতে পারবে না মোহনবাগান, এবং জরিমানা হিসেবে ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা দিতে হবে তাদের।
যদিও মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৩০ দিন সময় আছে বিষয়টি ঠিক করার। ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।