এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রেভ স্পোর্টস আয়োজিত ট্রেইলব্লেজারসের দ্বিতীয় মরশুমের ক্রীড়া সম্মেলন হতে চলেছে আগামী ৭ এবং ৮ মার্চ। কলকাতা তথা ভারতের সব থেকে বড় ক্রীড়া সম্মেলন হতে চলেছে এটি। উপস্থিত থাকবেন প্রাক্তন কিংবদন্তি ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, সানিয়া মির্জা, ইগর স্টিমাচ, নীরজ চোপড়া, গোপিচাঁদ সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব।
ভারতীয় খেলাধুলার কিংবদন্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হতে চলেছেন। যে তারকারা উপস্থিত থাকবেন তারা হলেন অভিনব বিন্দ্রা, আদিল সুমারিওয়াল্লা, অজয় সিং, অঞ্জু ববি জর্জ, আনুশ আগরওয়াল, অর্ণব রায়, চাণক্য চৌধুরী, চিরাগ শেঠি, দীপ্তি বোরাইয়া, দিব্যেন্দু বড়ুয়া, এশা সিং, গৌরব খান্না, গৌতম দেবলেকর, গৌরব মুখার্জি, হারমিলন বেইনস, ইগর স্টিমাচ, জোসনা চিনাপ্পা, জ্যোতি ইয়ারাজি, কল্যাণ চৌবে, কৃষ্ণা নগর, মহেশ ভূপতি, মানসী জোশী, মারিয়া ইমেলিয়ানোভা, মেরি কম, মুরালি কৃষ্ণন, এমভিএস মূর্তি, নম্রতা পারেখ, নন্দিতা পি পালশেটকর, নীরজ চোপড়া, নিখাত জারিন, প্রমোদ ভগত, পিআর শ্রীজেশ, পুল্লেলা গোপীচাঁদ, রাহুল বোস, রাহুল টোডি, রানি, রোহিত গুটগুটিয়া, সাগর দারিয়ানি, সানিয়া মির্জা, সঞ্জীব নাভাঙ্গুল, স্বস্তিক সিরাজ, সবিতা পুনিয়া, সৌরভ ঘোষাল, শ্যাম শ্রীনিবাসন, শ্রিয়াঙ্কা সাদাঙ্গী, সিফট কৌর শর্মা, সৌরভ গাঙ্গুলি, শ্রী শঙ্কর, সুহাস যথীরাজ, সুমিত অন্তিল, তুহিন মিশ্র, ভিনেল কৃষ্ণ, বিশ্বনাথ আনন্দ সহ আরও অনেকে।
আরও পড়ুন- রাজনীতি না কেকেআর? কোনটা বাছলেন গৌতম গম্ভীর?
২০২৪ অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের উদ্দেশ্যকে মাথায় রেখেই বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে। এমনটাই জানিয়েছেন স্বয়ং রেভ স্পোর্টসের প্রতিষ্ঠাতা প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার।
বলা যেতে পারে, কর্পোরেট জগত এবং ক্রীড়াজগতের এক মেলবন্ধন হতে চলেছে। যেখানে কথা বলা হবে মানসিক স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন এবং আরো অনেক আনুষাঙ্গিক বিষয় নিয়ে। আইটিসি রয়্যাল বেঙ্গলে সকাল ৯ টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।
প্রথম দিন:- (৭ ই মার্চ)
প্রথম বৈঠক (সকাল ১০:০০- ১০:৩০)
বিষয়:- চেঞ্জিং লাইভস উইথ স্পোর্টস
অতিথি:- অভিনব ব্রিন্দা, নিকোলো ক্যাম্প্রিয়ানি, পি.গোপীচাঁদ
দ্বিতীয় বৈঠক (সকাল ১০:৩০-১১:০০)
বিষয়:- ডিলিং উইথ প্রেসার
অতিথি:- পি.আর.শ্রীজেশ, ইগর স্টিমাচ,মানসী যোশী, সবিতা পুনিয়া, বীরেন রাসকুইনহা
তৃতীয় বৈঠক (সকাল ১১:০০-১১:৩০)
বিষয়:- সৌরভ কলিং সৌরভ
অতিথি:- সৌরভ গাঙ্গুলী এবং সৌরভ ঘোষাল
চতুর্থ বৈঠক:- (সকাল ১১:৩০-১২:০০)
বিষয়:- লেজেন্ডস স্পিক
অতিথি:- নীরজ চোপড়া, অভিনব ব্রিন্দা, সৌরভ গাঙ্গুলী, আদিলী সুমারিওয়ালা
পঞ্চম বৈঠক (১২:০০-১২:৪০)
বিষয়:- গুড গভর্নেন্স অ্যান্ড মুভিং টুওয়ার্ডস এ মাল্টি স্পোর্টিং নেশন
অতিথি:- অভিনব ব্রিন্দা, রাহুল বোস, প্রমোদ ভগত, কল্যান চৌবে, অর্ণব রায়
ষষ্ঠ বৈঠক:-(১২:৪০-১:৩০)
বিষয়:- কর্পোরেট ইন্ডিয়া অ্যান্ড স্পোর্টস
অতিথি:- চাণক্য চৌধুরী, ভিগনেশ সাহানে, শ্যাম শ্রীনিবাসন, সাগর দারয়ানি, রাহুল টোডি,আদিলী সুমারিওয়ালা,বিজয় পেরেইরা
[মধ্যাহ্নভোজ বিরতি:-১:৩০-২:৩০]
অনলাইন বৈঠক (২:১৫-২:৩০):-ফ্রেঞ্চ ওপেন ৭৫০ এ প্যারিস থেকে সাত্বিক এবং চিরাগ থাকবেন
সপ্তম বৈঠক:- (২:৩০-৩:১৫)
বিষয়:- চেজিং দ্য প্যারালাম্পিক ড্রীম
অতিথি:- মানসী যোশী, সুহাস যথিরাজ, কৃষ্ণা নগর, প্রমোদ ভগত, গৌরব খান্না, ক্রিস্টিনা স্কট
অষ্টম বৈঠক:- (৩:১৫-৪:০০)
বিষয়:- ব্রেকিং গ্রাউন্ড:- নিউজ স্পোর্টস ন্যারিটিভ
অতিথি:- রাহুল বোস, সৌরভ ঘোষাল, অর্ণব রায়, অনিল সিং, সারভেশ কুমার
[চা/কফি ব্রেক:- ৪:০০-৪:৩০]
নবম বৈঠক:- (৪:৩০-৫:০০)
বিষয়:- হকি ইন আ পডিয়াম
অতিথি:- পি.আর. শ্রীজেশ,সবিতা পুনিয়া,অমিত রহিদাস, বীরেন রাসকুইনহা
দশম বৈঠক:- (৫:০০-৫:৩০)
বিষয়:-স্পোর্টস কনসাপশন অ্যান্ড গ্রোয়িং দ্য স্পোর্টস ইকো সিস্টেম
অতিথি:- ইগর স্টিম্যাচ, রাঘব গুপ্ত, এমভিএস মূর্তি,অনিল সিং, মুরালী কৃষ্ণন
৭:০০-৮:০০:- পন্ডিত বিক্রম ঘোষের কনসার্ট
৮:০০-১০:০০:- নৈশভোজ
৮ই মার্চ:-(দ্বিতীয় দিন)
প্রথম বৈঠক:- (সকাল ৯:৩০- ১০:১৫)
বিষয়:- দ্য নিউ জেনারেশন
অতিথি:- ইশা সিং, অনুশ আগারওয়ালা, জ্যোথি ইয়ারাজি, সিফত সামরা, শ্রিয়ানকা সদাঙ্গী, হারমিলান বেইন্স
দ্বিতীয় বৈঠক:- (সকাল ১০:১৫-১০:৪৫)
বিষয়:- দ্য উইনিং মন্ত্র
অতিথি:- অঞ্জু ববি জর্জ, মুরলী শ্রীশঙ্কর, দিপথি বপাইহা, মহেশ ভূপতি
তৃতীয় বৈঠক:- (১০:৪৫- ১১:৩০)
বিষয়:- সেলিব্রেটিং ওমেন এমপাওয়ারমেন্ট
অতিথি:- এম.সি মেরি কম, অঞ্জু ববি জর্জ, সঞ্জীব নাভাঙ্গুল, ড: রোহিত গুটগুটিয়া
চতুর্থ বৈঠক:- (সকাল ১১:৩০- ১২:০০)
বিষয়:- দ্য চেস রিভলিউশন ইন ইন্ডিয়া
অতিথি:- বিশ্বনাথন আনন্দ, মারিয়া এমিলিয়ানোভা, দিব্যেন্দু বড়ুয়া
পঞ্চম বৈঠক:- (১২:০০- ১২:৪৫)
বিষয়:- ইন্ডিয়ান স্পোর্টসওম্যান
অতিথি:- এম. সি মেরি কম, জ্যোস্না চিনাপ্পা, রানি, অলোক ক্ষেত্রে,হারমিলান বেইন্স
ষষ্ঠ বৈঠক :- (১২:৪৫-১:৩০)
বিষয়:- ডিজিটাল হেলথ, ব্র্যান্ডস,লঞ্জিভিটি অ্যান্ড স্পোর্টস
অতিথি:- গৌরব মুখার্জি, রাহুল টডি, অমিত দোশি, হিটেন কোঠারী, সৌমেন বিশ্বাস, অজয় সিং
[মধ্যাহ্নভোজ বিরতি - ১:৩০-২:৩০]
সপ্তম বৈঠক:- (২:৩০-৩:০০)
বিষয়:- গিভিং ইট ব্যাক টু স্পোর্ট
অতিথি:- ভিনিল কৃষ্ণ, মহেশ ভূপতি, আদিলি সুমারিওয়ালা, রানি , বিজয় পেরেইরা
অষ্টম বৈঠক:- ( ৩:০০- ৩:৩০)
বিষয়:- প্যারালিম্পিক স্পোর্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট
অতিথি:- যোগেশ কাথুনিয়া, সুমিত অন্তিল, দীপ্তি ভোপাইয়া, গৌতম দেভলেকার
নবম বৈঠক:- (৩:৩০- ৪:০০)
বিষয়:- ওম্যান পাওয়ার
অতিথি:- সানিয়া মির্জা এবং নিখাত জারিন
[টি/কফি ব্রেক - ৪:০০-৪:১৫]
৪:১৫-৪:৩০ - এমপাওয়ারমেন্ট ওয়াক
দশম বৈঠক :-(৪:৩০- ৫:১৫)
বিষয়:- ইন্টারন্যাশনাল ওম্যান ডে স্পেশাল