এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার রাজস্থানের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১২ রানে ম্যাচ জিতে নেয়। এর পাশাপাশি লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে রাজস্থান। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে সমস্যায় ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। তবে এই ম্যাচে হওয়া একটি ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। আইপিএলের একটি নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং রিকি পন্টিং। ম্যাচের মাঝে দিল্লির কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলিকে চতুর্থ আম্পায়ারের সাথে কথা বলতেও দেখা যায়।
বিতর্কের সৃষ্টি হয় যখন রাজস্থান দল পরিবর্ত ফিল্ডার হিসাবে বিদেশি রোভমান পোয়েলকে নামায়। প্রসঙ্গত রাজস্থান দল জস বাটলার, শিমরন হেটমায়ার এবং ট্রেন্ট বোল্ট এই তিন বিদেশি নিয়ে ম্যাচ শুরু করে। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নন্দ্র বার্গার নামেন হেতমায়ারের পরিবর্তে। এই কারণেই দিল্লির ম্যানেজমেন্ট প্রশ্ন তোলে যে রাজস্থান ৫ জন বিদেশি খেলিয়েছে ম্যাচে।
নিয়ম ১.২.৫ প্রতিটি দল তাদের প্রথম একাদশে চারজনের বেশি বিদেশি খেলাতে পারবে না।
আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে উইনিং কম্বিনেশনেই কী নামবে কেকেআর? দেখুন সম্ভাব্য একাদশ
নিয়ম ১.২.৬এ ম্যাচের কোনও সময়েই চারজনের বেশি বিদেশি খেলাতে পারবে না। কোনও দল যদি প্রথম একাদশে চার জন বিদেশি রাখে সেক্ষেত্রে একজন বিদেশি ক্রিকেটারকে একজন বিদেশির পরিবর্তেই ফিল্ডার হিসাবে নামতে পারবে।
কিন্তু প্রথম একাদশে চার জনের কম বিদেশি থাকলে পরিবর্ত ফিল্ডার হিসাবে একজন বিদেশি নামতে পারবেন কিন্তু মাঠে চার জনের বেশি বিদেশি থাকতে পারবেন না।