এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইকের প্রতি ভালোবাসা কারও কাছে অজানা নয়। ক্রিকেটার জীবনে একাধিক ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজের পুরষ্কার পেয়েছেন ক্যাপ্টেন কুল। তাঁর ক্যাবিনেটে রয়েছে একাধিক রাষ্ট্রীয় খেতাবও। কিন্তু ধোনির ট্রফি ক্যাবিনেটকে টেক্কা দিতে পারে ধোনির গ্যারাজে বাইক এবং গাড়ির সংখ্যা।
সোশ্যাল মিডিয়ায় ধোনির একাধিক দামি মডেলের বাইকের ছবি প্রকাশ্যে এসেছে আগেই। তবে নিজের চোখে ধোনির বাইক এবং গাড়ির কালেকশন দেখে চমকে গেলেন প্রাক্তন মুখ্য নির্বাচক ভেঙ্কটেশ প্রসাদ। সম্প্রতি রাঁচিতে ধোনির বাড়িতে যান প্রসাদ। মাহি তাঁকে তাঁর বাইকের কালেকশন দেখান। ধোনির ফার্মহাউসে তৈরি এই বিশাল গ্যারেজ এবং সেখানে সাজানো বাইক দেখে অবাক হয়ে গিয়েছেন বেঙ্কটেশ প্রসাদ।
আরও পড়ুন: রাহুল দ্রাবিড় নন, এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্বে এই প্রখ্যাত ক্রিকেটার
মহেন্দ্র সিং ধোনির বাইকের এই সংগ্রহ দেখে বেঙ্কটেশ প্রসাদ বলেন এটি একটি শোরুম হতে পারে। আসলে বেঙ্কটেশ প্রসাদ একটি ভিডিয়ো টুইট করেছেন। এই টুইটে ধোনির বাইকের সংগ্রহের সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। এই ভিডিওটির ক্যাপশনে বেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, "আমি একজন ব্যক্তির মধ্যে সবচেয়ে পাগলাটে আবেগ দেখেছি। একটি মহান কৃতিত্ব এবং একটি অবিশ্বাস্য ব্যাক্তিত্ব । এখানে তাঁর রাঁচির বাড়িতে বাইক এবং গাড়ির সংগ্রহের এক ঝলক রইল। একজন মানুষ তাঁর আবেগ দ্বারা অভিভূত।"
এই ভিডিওতে, প্রসাদ ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে কথা বলছিলেন, যিনি জিজ্ঞাসা করেন, "প্রথমবার রাঁচিতে এসে কেমন লাগছে?" এর জবাবে তিনি বলেন, "আশ্চর্য! না, রাঁচিতে আমার প্রথমবার নয়। এটা আমার চতুর্থবার, কিন্তু এই জায়গাটা (এমএস ধোনির বাইকের সংগ্রহে) প্রথমবার। ওঁর কাছে এতগুলি বাইক থাকতে পারে, যদি এটি না কেউ দেখে বিশ্বাস করবে না।"