এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০২৪ আইপিএলের তৃতীয় ম্যাচে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর বনাম আরসিবি হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এর পাশাপাশি গৌতম গম্ভীর কলকাতায় ফিরে আসায় গম্ভীর বনাম কোহলি দেখারও অপেক্ষায় রয়েছেন ক্রিকেট ভক্তরা। তবে এই ম্যাচেই বড় রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি। আর তিনটি ছক্কা মারলেই টপকে যাবেন নিজের প্রাক্তন সতির্থকে।
আরও পড়ুন- আইপিএলের এই নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ-পন্টিং
প্রসঙ্গত আইপিএলে আরসিবি দলের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেলের। মোট ২৩৯টি ছক্কা মেরেছেন তিনি। অন্যদিকে আরসিবির হয়ে ২৩৯ টি ম্যাচে ২৩৭ টি ছয় মেরেছেন বিরাট। অর্থাৎ আর তিনটি ছয় মারলেই আরসিবির হয়ে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডটি নিজের করে নেবেন বিরাট।
যদিও গেল এই রেকর্ড গড়েছিলেন মাত্র ৮৫টি ম্যাচে। গেল, কোহলির পর এই তালিকায় রয়েছেন এবি ডিভিলিয়ার্স। ১৫৬ ম্যাচে তাঁর ছয়ের সংখ্যা ২৩৮টি। অন্যদিকে আইপিএলে একটি দলের হয়ে ২০০টির বেশি ছয় মারার রেকর্ড রয়েছে মাত্র ৬জন ক্রিকেটারের। তাঁরা হলেন ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, কায়রন পোলার্ড, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি।