বিশ্ব ক্রিকেটকে শাসন করছে ভারত, ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৭ বছরের খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছিল গত বছর, আর এবার ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত।
আবারও টসে হার রোহিত শর্মার, যার ফলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র (৩৭) ও উইল ইয়ং (১৫) দুর্দান্ত শুরু করেন। কিন্তু স্পিনাররা আসার পরেই লাগাম লাগে কিউইদের ব্যাটিংয়ে। কুলদীপ যাদব (২-৪০) ও বরুণ চক্রবর্তীর (২-৪৫) এর দাপটে সমস্যায় পড়েছিল নিউজিল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল, ২২০-২৩০ রান করতে পারবে কিউইরা।
কিন্তু এই কঠিন সময়ে হাল ধরেন ড্যারেল মিচেল (৬৩) ও গ্লেন ফিলিপ্স (৩৪)। শেষের দিকে ঝড় তোলেন মাইকেল ব্রেসওয়েল (অপরাজিত ৫৩)। দুই পেসার মহম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে তুলোধনা করে শেষ অবধি ৫০ ওভারে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড।
জবাবে শুরু থেকে ঝড় তোলেন অধিনায়ক রোহিত শর্মা। ৪-৬ মেরে কাইল জেমিসন, উইল ও রুর্ক ও নাথান স্মিথকে নাস্তানাবুদ করেন। অপর প্রান্তে শুভমন গিল (৩১) ধরে রাখেন। কিন্তু ভারতের মতই নিউজিল্যান্ডও স্পিনারদের এনে চাপে আনে ভারতকে। গ্লেন ফিলিপ্সের দুরন্ত ক্যাচে গিলকে আউট করেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
এরপর মাইকেল ব্রেসওয়েলের প্রথম বলেই আউট হন বিরাট কোহলি। ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেও রাচিন রবীন্দ্রর বলে স্টেপ আউট করতে গিয়ে আউট হন রোহিত। পরপর তিন উইকেট পড়ে যাওয়ায় হাল ধরেন শ্রেয়াস আইয়ার (৪৮) ও অক্ষর প্যাটেল (২৯)। চার স্পিনার মিলে শ্রেয়াস ও অক্ষরকে সহজে রান করতে দেয়নি, কিন্তু এই দুই তারকা ব্যাটার সু্যোগ বুঝে বড় শট মেরে রান রেটকে নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন শ্রেয়াস ও অক্ষর। চিন্তায় পড়ে গিয়েছিলেন ভারতের তামাম সমর্থকরা। তবে এরপর দুর্দান্ত জুটি গড়েন কেএল রাহুল (অপরাজিত ৩৩) ও হার্দিক পান্ডিয়া (১৮)। স্পিনারদের চাপ সামলে রান রেটকে ৬ এর নীচে নিয়ে আসেন। কিন্তু আউট হন হার্দিকও। শেষে রবীন্দ্র জাদেজাকে সাথে ম্যাচ ফিনিশ করেন রাহুল।