এশিয়া কাপ ও বাংলাদেশ সফরে খেলতে অনিচ্ছুক ভারত, আইপিএল হতে পারে এই সময়ে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল ২০২৫-কে। এই পরিস্থিতিতে প্রশ্ন আসছে, বাকি ম্যাচগুলি কবে আয়োজিত হবে? গ্রুপ পর্বের ১২টি ম্যাচ এবং প্লেঅফসের ৪টি ম্যাচ বাকি রয়েছে, এই পরিস্থিতিতে ছোট একটি উইন্ডো দেখে এই বাকি ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে বিসিসিআই।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের ইংল্যান্ড সফরের পর আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, আগামী আগস্ট মাসে ভারতের বাংলাদেশ সফর ও সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের এই উইন্ডোতে বাকি ম্যাচগুলি আয়োজন করার।
পাকিস্তানের সাথে সংঘর্ষ এবং তাতে বাংলাদেশের উত্তেজনামূলক অবস্থানের জেরে বাংলাদেশ সফর করতে চাইছে না ভারত। পাশাপাশি এশিয়া কাপে অংশগ্রহণ করার বিষয়েও অরাজি বিসিসিআই। এমনকি, আইপিএল তার আগে শেষ হলেও এই দুই সিরিজে অংশ না নেওয়ার জায়গাতেই অটল থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী জুন মাসের প্রথম সপ্তাহে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় ক্রিকেটাররা। সেক্ষেত্রে সেখান থেকে ফিরে এসে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে হয়ত আইপিএল ২০২৫ এর বাকি ম্যাচগুলি আয়োজন করতে চাইছে বিসিসিআই।