মেয়ে হোলি খেলায় মহম্মদ শামিকে কড়া ভাষায় তোপ দাগলেন মৌলবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ধর্মের গোড়ামো আমাদের দেশে কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে, তার উদাহরণ প্রায়ই আমরা দেখি। তবে এবার মেয়ের হোলি খেলার জন্য ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে শুনতে হল কড়া বার্তা। অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি শামির উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন, মুসলিম হয়েও শরিয়তি আইন না মানার জন্য।
সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় মেয়ের রঙ খেলা নিয়ে ছবি পোস্ট করেছিলেন শামি ও তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সেই নিয়ে মৌলবি বলেছেন, "আমি শামি ও তার পরিবারের কাছে আবেদন করছি, যা শরিয়ত বিরোধী, তা যেন তাদের সন্তানরা পালন না করে। হোলি হিন্দুদের বড় উৎসব। কিন্তু মুসলিমদের এর থেকে দুরে থাকা উচিত। যদি কেউ শরিয়ত জেনেও হোলিতে মেতে ওঠে, তাহলে সেটা অপরাধ।"
বলা বাহুল্য, সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামি রোজা না রাখায় তাকে ক্রিমিনাল বলে দাগিয়েছিল এই অল ইন্ডিয়া মুসলিম জামাত। অথচ সেলিব্রেশনের সময়ে যখন শ্যাম্পেন ওড়ানো হচ্ছিল, তখন ধর্মীয় কারণে সেখানে অংশ নেননি শামি। এবার ফের শামির ধর্ম নিয়ে প্রশ্ন তুলল এই সংগঠন।