"৬০০, ৭০০, ৮০০ রান করেও লাভ নেই যদি...": রোহিত শর্মার স্পষ্ট বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার রোহিত শর্মা সম্প্রতি নিজের খেলার মানসিকতা এবং বড় টুর্নামেন্টে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন। ডানহাতি এই ব্যাটার সাফ জানিয়ে দেন, ব্যক্তিগত রেকর্ড নয়, তার লক্ষ্য দলকে জেতানো। তিনি বলেন, বড় রান করেও যদি দল হারে, তবে সেই ইনিংসের কোনও মূল্য থাকে না।
রোহিত উদাহরণ হিসেবে তুলে ধরেন ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের কথা। সেই টুর্নামেন্টে তিনি একাই পাঁচটি সেঞ্চুরি করেছিলেন, যা এক বিশ্বকাপে কোনো ব্যাটারের সর্বোচ্চ। তিনি আরও একটি হাফ-সেঞ্চুরি করেছিলেন এবং পুরো টুর্নামেন্টে ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন, গড় ছিল ৮১.০০ এবং স্ট্রাইক রেট ৯৮.৩৩। কিন্তু তবুও ভারত হেরে যায় সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে।
এক সাক্ষাৎকারে সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে রোহিত বলেন, "৬০০, ৭০০, ৮০০ রান করে লাভ কী, যদি আপনি ম্যাচ বা ট্রফি জিততে না পারেন? আমি এটা শিখেছি ২০১৯ বিশ্বকাপে। ৫০০ বা ৬০০ রান করেও যদি দল ফাইনালে না যায় বা জিততে না পারে, তবে সেই রান আমার কী কাজে আসবে?"
তিনি আরও যোগ করেন, "এটা আমার জন্য ভালো, কিন্তু দলের কোনো উপকারে আসছে না। আমি বলছি না যে আমার ২০-৩০ রানের ইনিংসেই দল জেতে। আমি শুধু এতটুকু দেখি যে আমার পারফরম্যান্সে দলের লাভ হচ্ছে কি না। মুম্বাই ইন্ডিয়ান্স যখন যখন ট্রফি জিতেছে, তখন আমাদের দলে কেউই অরেঞ্জ ক্যাপ জেতেনি। এর পেছনে একটা কারণ আছে।"
বুধবার ৩৮-এ পা দিলেন রোহিত শর্মা—ভারতীয় ক্রিকেটে যাঁর কেরিয়ার বারবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক গল্প হয়ে থাকবে।