ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারান উগ্রপন্থী ভাই! তাতেই কী এমন ভারত-বিদ্বেষ শাহিদ আফ্রিদির?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় নিরীহ পর্যটকদের হত্যার পর বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি দাবি করেছিলেন, এই পুরো ঘটনা ভারতের নাটক। কাঠগড়ায় তুলেছিলেন ভারতের সেনাবাহিনীকে।
কিন্তু যেখানে পাকিস্তানের অধিকাংশ মানুষ সহমর্মিতা দেখাচ্ছেন, সেখানে কেন ভারতকে নিশানা করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক? এর পিছনে রয়েছে ২২ বছরের পুরোনো একটি ঘটনা। ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারাতে হয়েছিল শাহিদ আফ্রিদির ভাই শাকিব আফ্রিদিকে।
২০০৩ সালে অনন্তনাগে উগ্রপন্থীদের সাথে সংঘর্ষে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল শাকিবের। জানা গিয়েছিল, শাকিব হরকত-উল-আনসারের ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, যোগসূত্র ছিল হাফিজ সঈদের সঙ্গেও। বিএসএফ ঘটনাস্থল থেকে উদ্ধার করা নথিপত্রে দেখা গিয়েছে, শাকিব শাহিদ আফ্রিদির তুতো ভাই। পেশোয়ারের বাসিন্দা শাকিব মৃত্যুর আগে দেড় বছর অনন্তনাগে সন্ত্রাসবাদী কর্মকান্ডে জড়িয়ে ছিলেন।
যদিও শাকিবের সাথে সম্পর্কের কথা শাহিদ স্বীকার করেননি। তবে একবার আফ্রিদি বলেছিলেন, পাকিস্তানে তার পাঠান পরিবার অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তিনি অনেক খুড়তুতো ভাইকে ভুলে গিয়েছেন।