রাহুলের মতো ভুল করতে চান না পন্থ! গোয়েঙ্কার লখনউকে দিলেন কড়া বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে নিজেদের আবির্ভাবের পর কেএল রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস প্লেঅফসে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার চ্যাম্পিয়ন হতে রাহুলকে সরিয়ে ঋষভ পন্থকে রেকর্ড দামে কিনে অধিনায়ক করিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। আর এসেই দলকে কড়া বার্তায় নিজেদের লক্ষ্য বুঝিয়ে দিলেন পন্থ।
সোমবার এক অনুষ্ঠানে সকল ক্রিকেটারের হাতে জার্সি তুলে দেন গোয়েঙ্কা। সেই অনুষ্ঠানের আগে গোটা দলের উদ্দেশ্যে পন্থ বলেছেন, "আমরা দলে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকে নিজেদের স্বাধীন ভাবে তুলে ধরতে পারবে। কিন্তু এটা বলা যতটা সহজ, করে দেখানো ঠিক ততটাই কঠিন। কারণ এই কাজের জন্য দলের প্রত্যেক ক্রিকেটারের থেকে সমান প্রচেষ্টা চাই। শুধুমাত্র ম্যানেজমেন্ট নয়, প্রত্যেক ক্রিকেটারের সাহায্য ছাড়া এই পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।"
এরপর পন্থ বলেছেন, "শুধু ক্রিকেটাররা নয়, দলের নেতারদেরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। নিকোলাস পুরান, এইডেন মার্করাম, ডেভিড মিলারদের মতো সিনিয়ররা রয়েছে। তরুণদের সঙ্গে আমাদের সমস্ত রকম অভিজ্ঞতা ভাগ করে নিতে হবে। সেটিকে কাজে লাগিয়ে মাঠে নেমে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। দলের স্বার্থের কথা ভেবে কাজ করতে হবে। পরের বার সুযোগ পাব কি পাব না, তা নিয়ে ভাবা চলবে না।"