পরিকল্পনায় আমাকে রাখা হয় না! মুম্বাই ইন্ডিয়ান্সে নিজের ভূমিকা নিয়ে সরব রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সে এখন ঠিক কী ভূমিকা রোহিত শর্মার? ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক এবারের আইপিএলে শুধুই ব্যাটিং করছেন। ফিল্ডিংয়ের সময়ে থাকছেন ডাগআউটে। অধিনায়ক হিসেবে দলকে পরিচালনা করছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু রোহিতের মত বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের মস্তিষ্ক কী কাজে লাগাচ্ছে না মুম্বাই ম্যানেজমেন্ট?
এই নিয়ে নিজেই উত্তর দিয়েছেন হিটম্যান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধশতরান করার পর ইনিংসের বিরতিতে ধারাভাষ্যকারদের সাথে কথা বলছিলেন রোহিত। সেখানে মুম্বাইয়ের বোলারদের নিয়ে কথা বলতে গিয়ে আক্ষেপের সুর শোনা গেল রোহিতের মুখে।
রোহিত বলেছেন, "এই পিচে বোলিংয়ে বৈচিত্র্য প্রয়োজন। বোলার কী করবে সেটা যেন আগে থেকে বোঝা না যায়। আমাদের বোলাররা যথেষ্ট অভিজ্ঞ। আশা করছি সেই অভিজ্ঞতা ওরা কাজে লাগাবে।" এরপরেই রোহিত বলেন, "এখন অবশ্য বোলারদের নিয়ে পরিকল্পনায় আমাকে রাখা হয় না। তাই কী পরিকল্পনা হয়েছে তা আমি বলতে পারব না।"
এই মুহুর্তে আইপিএল দুরন্ত ফর্মে মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের শুরুটা খারাপ হলেও পরপর ম্যাচ জিতে চলেছে তারা। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ১০০ রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গিয়ে গিয়েছে মুম্বাই।