ভারতের বিরুদ্ধে একটি টেস্ট খেলেই অবসর নিয়ে নিলেন এই অজি তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টেস্ট ক্রিকেটে অভিষেক করার পরেই অবসর, এমন ভাবনাচিন্তা বেশ অদ্ভুত। কিন্তু এই অদ্ভুত কাজটিই করলেন ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইল পুকোভস্কি। ২০২১ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক করার চার বছর পর অবসর নিয়ে নিলেন এই ক্রিকেটার।
২০২০-২১ সালে বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পুকোভস্কির। সেই টেস্টে দুই ইনিংসে ৬২ ও ১০ রান করেছিলেন মেলবোর্নের এই ক্রিকেটার। তবে ২০২৪ সালে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে তাসমানিয়ার রাইলি মেরিডিথের বাউন্সার লাগে পুকোভস্কির হেলমেটে, যার পর থেকে একটিও ম্যাচ খেলেননি তিনি। সেই আঘাতের পর দুই মাস ঠিকমত হাঁটাচলা করতে পারেননি তিনি।
সেই আঘাতের জেরে মোশন সিকনেস-এ ভুগছেন পুকোভস্কি, নিজের বাঁ দিকে দেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেই কারণে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুকোভস্কি। তবে ক্রিকেটকে ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি। আপাতত মেলবোর্ন ক্রিকেট ক্লাবে কোচিং করাবেন।