টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছে থাকলেও এই কারণটা নিয়ে চিন্তায় বরুণ চক্রবর্তী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিজয়ে বড় ভূমিকা রেখেছিলেন স্পিনার বরুণ চক্রবর্তী। তবে শুধু সাদা বলের ক্রিকেটে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না এই মিস্ট্রি স্পিনার, বরং ক্রিকেটের সর্বোত্তম ফর্ম্যাট টেস্ট ক্রিকেটেও খেলতে ইচ্ছুক বরুণ। তবে টেস্ট খেলাটা কতটা কঠিন তার জন্য, সেটিও জানিয়েছেন বরুণ।
একটি পডকাস্টে এসে বরুণ চক্রবর্তী বলেছেন, "টেস্ট ক্রিকেটে খেলার ইচ্ছে রয়েছে আমার, কিন্তু আমার বোলিং স্টাইল টেস্ট ক্রিকেটে মানানসই নয়। আমার বোলিং প্রায় মিডিয়াম পেসারের মত। টেস্ট ক্রিকেটে, আপনাকে টানা ২০-৩০ ওভার বল করতে হবে। আমি এই বোলিং নিয়ে সেটা করতে পারব না। যেহেতু আমি জোরে বল করি, খুব বেশি হলে আমি ১০-১৫ ওভার বল করতে পারি যা লাল বলের জন্য ভালো নয়। আমি এখন ২০ ওভার এবং ৫০ ওভারের ক্রিকেটের উপরেই নিজের লক্ষ্য রেখেছি।"
এদিকে কেরিয়ারের শুরুতে ফাস্ট বোলিং করলেও সেখান থেকে স্পিনার হিসেবে নিজের উত্থানকে স্বাগত জানাচ্ছেন বরুণ। তিনি বলেছেন, "আমি যদি পেস বোলিং করতাম তাহলে আমি সেখানেই আটকে থাকতাম। এত বেশি পেসার রয়েছে। তাছাড়াও, তামিলনাড়ুর উইকেটে সুইং হয় না, ওগুলো মূলত স্পিন বান্ধব উইকেট। তাই আপনি তামিলনাড়ু থেকে খুব বেশি ফাস্ট বোলার দেখতে পাবেন না। খুব কম এসেছে। সে লক্ষ্মীপতি বালাজি হোক বা টি নটরাজন, কিন্তু অন্যান্য রাজ্যে সেই সংখ্যা বেশি। আমি খুশি যে আমি ফাস্ট বোলিং ছেড়েছি। এমনকি রবিচন্দ্রন অশ্বিনও ফাস্ট বোলিং ছেড়ে স্পিনার হয়েছিলেন। তাই আমি খুশি।"