পরিবার নিয়ে বিসিসিআইয়ের ফতোয়াকে কার্যত ধুঁয়ে দিলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি বর্ডার-গাভাস্কার ট্রফির ব্যর্থতার পর বিসিসিআই যে একাধিক ফতোয়া জারি করেছে ভারতীয় দলের উপর, তার মধ্যে অন্যতম হল পরিবারের সদস্যদের টিম হোটেল ও ড্রেসিংরুমে অবাধ আনাগোনায় নিষেধাজ্ঞা। যা নিয়ে প্রচুর সমালোচনা উঠেছিল খোদ দলের অন্দরমহলে। এবার এই নিয়ে হতাশা প্রকাশ করলেন খোদ বিরাট কোহলি।
ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন বিরাট কোহলি ক্রিকেটারদের পরিবারের সদস্যদের নিজেদের সাথে থাকার অবাধ ব্যবস্থা করে দিয়েছিলেন, যা চলেছিল রোহিত শর্মার অধিনায়কত্বেও। কিন্তু সদ্য অস্ট্রেলিয়া সফরের পর এই প্রথায় বিধিনিষেধ আনে বিসিসিআই। আর এই বিষয়টি খেলোয়াড়দের মানসিক সমস্যায় ফেলছে, সেটি জানালেন বিরাট।
বিরাট বলেছেন, "আমার মনে হয় বোর্ড বুঝতে পারছে না পরিবারের উপস্থিতি ক্রিকেটারদের জন্য কতটা জরুরি। এই পুরো ব্যাপারটাতেই আমি খুব হতাশ। মনে হয়, যারা এই বিষয়গুলোর সঙ্গে একেবারেই যুক্ত নন, তাদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাদের মনে হয়েছে, পরিবারের সদস্যদের জন্য এই খারাপ ফর্ম।"
এরপর বিরাট আরও বলেছেন, "দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না।"