বোলাররা যাকে ভয় পান, সেই ধোনি কাকে ভয় পান? রহস্য ফাঁস বিশ্বকাপজয়ী অধিনায়কের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে তাবড় তাবড় বোলারদের ঘুম উড়িয়েছেন ব্যাট হাতে। মহেন্দ্র সিং ধোনির দাপটে ভয়ে থাকতেন বোলাররা। কিন্তু খোদ ধোনি কাকে ভয় পান? অবশেষে সেই রহস্য ফাঁস করলেন মাহি। এক পডকাস্টে ধোনি স্বীকার করলেন, নিজের বাবা ছোটবেলায় খুব ভয় পেতেন।
এই নিয়ে ধোনি বলেছেন, "বাবাকে খুব ভয় পেতাম। খুব কড়া ছিলেন তিনি। সব সময় নিয়ম মেনে, সময় মেনে চলতে হত আমাদের। তাই আমিও সেই মত চলছি আজও। আমার বন্ধুরা কলোনির দেওয়াল বেয়ে উঠত, আমিও উঠতাম। তবে একবার বাবার চোখে ধরা পড়লে রক্ষে ছিল না। কী পরিণতি হত, তা কেউ জানত না। কিন্তু আমরা খুব ভয় পেতাম।"
তবে ছেলেবেলার সেই সরল জীবনকে মিস করেন, তা শোনা গেল ধোনির মুখে। তিনি বলেছেন, "সেই সময়ে জীবনে কোনও অনিশ্চয়তা ছিল না। জীবনের রুটিন একই ছিল, হাতে মোবাইল ফোন ছিল না, কোনও দেখনদারি ব্যাপার ছিল না। এর মধ্যে স্বাচ্ছন্দ্য ছিল।"