এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৯ সালে সমস্ত স্টেকহোল্ডারদের সাথে বৈঠকে করে, এশিয়ান ফুটবল কনফেডারেশন ভারতীয় ফুটবলের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছিল। আর সেখানে বলা হয়েছিল, ২০২৪-২৫ মরশুম থেকে অবনমন শুরু হবে দেশের সর্বোচ্চ লিগ ইন্ডিয়ান সুপার লিগে।
কিন্তু যা পরিস্থিতি রয়েছে, তাতে হয়ত আগামী মরশুমে আইএসএলে অবনমন থাকছে না। এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে স্পষ্ট জানিয়েছেন, আইএসএল অবনমনের জন্য তৈরি নয়।
কিন্তু কেন? সর্বভারতীয় এক মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কল্যাণ চৌবে বলেছেন, "আমি অবনমনের বিষয়ে কথা বলার মত জায়গায় নেই, তবে আমি খুশি যে অন্ততপক্ষে প্রোমোশন রয়েছে। আমি বুঝতে পারছি, এই ফর্ম্যাটের জন্য, যদি কোনও ফ্র্যাঞ্চাইজি অবনমিত হয়, তাহলে আইলিগে দল চালানোর মত মানসিকতা থাকবে না।"
"আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলি অনেক অর্থ লগ্নি করে, আর ওরা জানে যে এখানে ওরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রয়েছে। আইএসএল অবনমনের জন্য তৈরি নয়, যতক্ষণ না আইলিগ নিজের মান না বাড়ায়। এতে সময় লাগবে। দুটি লিগের মধ্যে ন্যুনতম তফাৎ থাকা জরুরি।"
এএফসি স্বীকৃত রোডম্যাপের জেরে আইএসএলকে দেশের সর্বোচ্চ লিগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এর বিজয়ী দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্লট দেওয়া হয়েছিলেন, যেখানে খেলেছিল এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসি। আর সেই রোডম্যাপ অনুযায়ী আইলিগ জয়ী দল পাঞ্জাব এফসি ২০২৩ সালে উন্নীত হয়েছে ও মহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন লিগে খেলবে।