১০-১২ বছরের পরিশ্রমের ফল পেলাম। বর্ষসেরা ফুটবলার হয়ে আপ্লুত শুভাশিস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে বর্ষসেরা পুরুষ ফুটবলারের সম্মান পেয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের শিল্ড-কাপ জয়ী অধিনায়ক শুভাশিস বসু। আর এই পুরষ্কার পেয়ে নিজের অতীতের পরিশ্রমের কথা স্মরণ করলেন শুভাশিস।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শুভাশিস বলেছেন, "গত ১০-১২ বছর ধরে আমি পেশাদার পর্যায়ে ফুটবল খেলছি। আমি আশাবাদী ছিলাম যে এই দিনটা আসবে, একদিন না একদিন আসবেই। আজ সেই দিনটা এল, এই জায়গায় রয়েছি। সত্যিই এটি দারুণ অনুভূতি আমার জন্য। এই সম্মান পেয়ে খুব ভালো লাগছে। আশা রাখছি আগামী দিনেও নিজের খেলা আরও ভালো করতে পারব। আর তার সাথে আরও সম্মান পাব।"
ডিফেন্ডার হিসেবে সপ্তম ফুটবলার হিসেবে বর্ষসেরার পুরষ্কার পেয়েছেন শুভাশিস। ১৯৯৫ সালে ভিপি সত্যেন, ২০০২ সালে দীপক কুমার, ২০০৬ সালে সুরকুমার সিং, ২০১০ সালে গৌরমাঙ্গি সিং, ২০১২ সালে সৈয়দ রহিম নবি ও ২০২১ সালে সন্দেশ ঝিঙ্গান বর্ষসেরার খেতাব পেয়েছেন।
শুভাশিস বসুর নেতৃত্বে মোহনবাগান আইএসএল লিগ শিল্ড ও কাপ জিতেছে, ডুরান্ড কাপের ফাইনালেও উঠেছিল। শুধু নেতৃত্ব দেওয়া নয়, ডিফেন্স লাইনে ভরসা দিয়েছিলেন বাঙালি এই তারকা। এছাড়া গোলের সামনেও চমক দেখিয়েছেন শুভাশিস, ৬টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।