শ্রেয়সের হয়ে এবার ব্যাট চালালেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি শ্রেয়াস আইয়ারের সর্বাঙ্গীণ প্রত্যাবর্তনের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। গত এক বছরে আইয়ারের অসাধারণ উন্নতি এবং ফর্মের কথা উল্লেখ করে সৌরভ এই মন্তব্য করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের ১১ রানের জয়ের ম্যাচে আইয়ারের দুর্দান্ত পারফরম্যান্সের পর এই প্রশংসা আসে।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি না পাওয়া এবং বর্তমানে কেবল একটি ফর্ম্যাটে নিয়মিত খেলা আইয়ার আবারও নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। মাত্র ৪২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে তিনি পাঁচটি চার এবং নয়টি ছক্কা হাঁকান। তার এই ইনিংসের উপর ভিত্তি করে পিবিকেএস ২৪৪ রানের বড় লক্ষ্য দাঁড় করায়, জবাবে গুজরাট টাইটান্স ২৩২/৫ রানে থেমে যায়।
এক্স-এ মহারাজ লেখেন, “গত ১ বছরে শ্রেয়াস আইয়ার সবচেয়ে উন্নত ব্যাটসম্যান... সব ফর্ম্যাটের জন্যই প্রস্তুত। লেংথের কয়েকটি সমস্যার পর তার এই উন্নতি দেখতে ভালো লাগছে।”
ভারতের ওডিআই দলে গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিজয়ী অভিযানে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের জায়গা স্থায়ী করতে পারেননি আইয়ার। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে এমন পারফরম্যান্স তার সর্বাঙ্গীণ প্রত্যাবর্তনের দাবি আরও জোরদার করছে।
সৌরভ গাঙ্গুলির প্রকাশ্য সমর্থন এবং আইয়ারের বর্তমান ফর্ম তার তিন ফর্ম্যাটে পুনর্বাসনের পক্ষে জোরালো দাবি তুলছে। আগামী ১ এপ্রিল একানা ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের পরবর্তী ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইয়ারের সামনে আরো একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে।