রোনাল্ডোদের হারিয়ে রোনাল্ডোর সামনে সিউউ সেলিব্রেশন নকল করলেন রাসমুস হইলুন্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারায় ডেনমার্ক। ৭৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন রাসমুস হইলুন্ড। তবে গোলের পর যে সেলিব্রেশনটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড, তা চমকে দেওয়ার মত।
গোল করার পর রোনাল্ডোর সামনে তার জনপ্রিয় সিউউ সেলিব্রেশন করেন হইলুন্ড। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও রোনাল্ডোকে অপমান করতে নয়, আইডলের সামনে গোল করার কারণে এই সেলিব্রেশন করলেন। এই নিয়ে হইলুন্ড বলেছেন, "আমি আমার আইডলের সামনে খেলেছি এবং জয়সূচক গোল করেছি। এর থেকে ভাল আর কিছু হতে পারত না।"