পিচ কিউরেটরকে নিয়ে সমালোচনা করা ভোগলে-ডুলকে ইডেনে নিষিদ্ধ করার আর্জি সিএবির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে যে বিতর্ক নিয়ে আলোচনা হয়েই চলেছে, তা হল কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে তাদের পছন্দের পিচ না পাওয়া নিয়ে। আর এর জন্য পিচ কিউরেটর সুজন মুখার্জির উপর চলছে ক্ষোভপ্রকাশ। তবে এর শুরু যারা করেছিলেন, সেই দুই ব্যক্তিত্ব হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে ইডেন গার্ডেন্সে ধারাভাষ্য থেকে নিষিদ্ধ করার আর্জি জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
আইপিএলের শুরুতে একটি টক শোয়ে ডুল ও ভোগলে বলেছিলেন, যদি ইডেন গার্ডেন্সের কিউরেটর কেকেআর ম্যানেজমেন্টের মনমত পিচ না বানাতে পারে, তাহলে রাহানেদের উচিত অন্যত্র সরে যাওয়ার। সেই বিষয়ে এবার সুজনের পাশে দাঁড়িয়ে বিসিসিআইয়ের কাছে আর্জি জানিয়েছে সিএবি, যাতে চলতি আইপিএলে ইডেন গার্ডেন্সে ধারাভাষ্য না দিতে পারেন ভোগলে ও ডুল।
যদিও বিসিসিআইয়ের তরফ থেকে এই নিয়ে কোনও বার্তা মেলেনি, তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের বেশ কয়েকজন শীর্ষকর্তা সিএবির আর্জিকে মান্যতা দিচ্ছে এবং ইডেনে চলতি আইপিএলে হর্ষ ভোগলে বা সাইমন ডুলকে ধারাভাষ্য করতে নাও দেখা যেতে পারে। ইতিমধ্যেই বিষয়টি সম্প্রচারকারকদের জানানো হয়েছে বলে জানা গিয়েছে।