সাইফ, এক্সট্রা টাইম এক্সক্লুসিভ : চলতি মরশুমে তথৈবচ অবস্থা ইস্টবেঙ্গলের। পুরো আইএসএল জুড়ে একটি মাত্র জয়। এই পরিস্থিতিতে আগামী মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
ক্লাবের অন্দরমহলের খবর, শ্রী সিমেন্ট থাকুক কিংবা নতুন ইনভেস্টর আসুক - ইস্টবেঙ্গল ক্লাব ভারতের তিনটি ঐতিহ্যশালী টুর্নামেন্ট, অর্থাৎ কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ড খেলবে। আর সেই কারণে দলগঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্মকর্তারা।
জানা গিয়েছে, কলকাতা লিগ ও সন্তোষ ট্রফিতে বাংলা দলের হয়ে ভালো খেলা ফুটবলারদের নিয়েই দল গড়বে লাল-হলুদ ব্রিগেড। গত ১৮ বছর ধরে আইলিগ আসেনি ঘরে, ফলে বাইরের রাজ্যের খেলোয়াড়দের না নিয়ে ঘরের ছেলেদের নিয়েই দল গড়াটা উচিত মনে করছে ইস্টবেঙ্গল।
এদিকে ক্লাবের অন্দরমহলের খবর, ইতিমধ্যেই পাঁচজন খেলোয়াড়কে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এর মধ্যে রয়েছে জর্জ টেলিগ্রাফের নবি হোসেন খান, মহিতোষ রায়, শুভঙ্কর অধিকারী ও তুহিন দাস, রেলওয়ে এফসির শুভেন্দু মান্ডি ও তন্ময় দাস, ইউনাইটেড স্পোর্টসের তন্ময় ঘোষ, মদন মহারাজ এফসির মনোতোষ চাকলাদার ও শুভম ভৌমিক এবং এফসিআইয়ের গোলকিপার ধনঞ্জয় অধিকারী।
সব মিলিয়ে তরুণ, প্রতিভাবান এবং বাংলার ঘরের ছেলেদের নিয়েই নতুন করে উঠে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। শুধু আইএসএলের ২০টি ম্যাচ খেলাই লক্ষ্য নয় ইস্টবেঙ্গলের, বরং গোটা মরশুম জুড়ে একাধিক টুর্নামেন্ট খেলা এবং জেতাকেই পাখির চোখ করেছে লাল-হলুদ শিবির।