এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক বিরতির পর আবারও শুরু হতে চলেছে আইএসএল। আর লিগ পর্বের শেষ পর্যায়ে দলগুলি লড়াই করছে হয় লিগ শিল্ড, নইলে সুপার সিক্সে ওঠার জন্য লড়ছে। এই পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্ট লড়ছে লিগ শীর্ষে থেকে শিল্ড জেতার জন্য। কিন্তু কাজটি সহজ হবে না সবুজ-মেরুণ ব্রিগেডের জন্য।
কারণ লিগের দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের ঠিক উপরে রয়েছে মুম্বাই সিটি এফসি। অন্যদিকে ওড়িশা ও গোয়াও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই পরিস্থিতিতে কোন অঙ্কে লিগ শিল্ড জিতবে মোহনবাগান? চলুন দেখে নিই।
আরও পড়ুন - তীরে এসে তরী ডুবলো দিল্লির, পর পর ম্যাচ জিতে প্রথম দুইয়ে রাজস্থান
বর্তমানে মোহনবাগান ১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্টে রয়েছে, এদিকে শীর্ষে থাকা মুম্বাই এক ম্যাচ বেশি অর্থাৎ ১৯ ম্যাচে ৪১ পয়েন্টে রয়েছে। মোহনবাগানের বাকি তিনটি ম্যাচ। ঘরের মাঠে চেন্নাইন এফসি ও পাঞ্জাব এফসি, কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি, আর তারপর ঘরের মাঠে সামনে মুম্বাই, যা সম্ভবত লিগ শিল্ডের নির্নায়ক ম্যাচ হতে চলেছে। এই পরিস্থিতিতে অঙ্ক খুব সহজ মোহনবাগানের জন্য। এই চারটি ম্যাচ জিতলেই লিগ শিল্ড জিতবে হাবাস ব্রিগেড।
কিন্তু যদি সব ম্যাচ না জেতে মোহনবাগান? সেখানেও সম্ভাবনা অনেকটাই রয়েছে। যদি প্রথম তিন ম্যাচ জিতে মুম্বাইয়ের সাথে ড্র করে, তাহলেও শিল্ড জিতবে তারা। এদিকে যদি প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জেতে মোহনবাগান, তাহলে শেষ ম্যাচে মুম্বাইকে দুই গোলের ব্যবধানে হারাতেই হবে মেরিনার্সকে।