পেনাল্টি আমার কাছে লটারি নয়, জামশেদপুরকে সমীহ করলে জিততে মরিয়া গোয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার কলিঙ্গ সুপার কাপের ফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে এফসি গোয়া, যারা সেমি ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়েছে। এই ম্যাচ জিতে গোয়া নিশ্চয়ই চাইবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর যোগ্যতা অর্জন পর্বে উঠতে, তবে খালিদ জামিলের জামশেদপুরের বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে।
এএফসি খেলার সেই সুযোগটাই অর্জন করতে চান গোয়া হেড কোচ মানোলো মার্কেজ। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মানোলো বলেছেন, "যখন আপনার কাছে এমন সুযোগ আসে, তখন স্বাভাবিকভাবে আপনি বাড়তি উদ্দীপনা পাবেন। গোয়া চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে, জামশেদপুর কখনও খেলেনি। কিন্তু দুটি দলই চাইবে এই প্রতিযোগিতায় যেতে।"
এদিকে প্রতিপক্ষ জামশেদপুরকে নিয়ে মানোলো বলেছেন, "প্রতিটা ম্যাচই আলাদা। আমরা বলতে পারি যে আমরা দ্বিতীয় স্থানে শেষ করেছি, আর জামশেদপুর আমাদের থেকে ১০ পয়েন্ট কম পেয়েছিল। কিন্তু ওদের বিরুদ্ধে দুটি ম্যাচেই আমরা হেরেছি। জামশেদপুরে ওরা আমাদের থেকে অনেক ভালো ছিল। গোয়াতে, হয়ত প্রথমার্ধে আমরা ওদের থেকে ভালো ছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে ওরা ঘুরে দাঁড়ায়। এবার এই ম্যাচ ফাইনাল, আর আমার মনে হয় অতীতে কী হয়েছে, সেটি ভেবে লাভ নেই।"
মোহনবাগান ছাড়াও প্রথম রাউন্ডে গোকুলাম কেরালাকে ৩-০ ও কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসিকে ২-১ গোলে হারায় গোয়া। এই নিয়ে মানোলো বলেছেন, "১৫টি দল এই প্রতিযোগিতা জেতার চেষ্টা করেছিল। আমরা জানতাম আমাদের ৪টি ম্যাচ জিততে হবে, আর দলকে ধন্যবাদ জানাই, আমরা ইতিমধ্যেই ৩টে জিতেছি। কোনও ম্যাচই সহজ নেই। দেখা যাক কী হয়।"
এদিকে গোয়া অধিনায়ক তথা ডিফেন্ডার ওডেই ওনাইন্ডিয়া বলেছেন, "শুরু থেকে, আমরা এই প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম। এবার আমরা ফাইনালে এসেছি এবং জেতার জন্য নামব। আমরা জানি আমরা খুব ভালো একটি দলের বিরুদ্ধে নামব, যাদের অসাধারণ একটি মরশুম গিয়েছে। আমরা খেলোয়াড়দের মান সম্বন্ধে অবগত রয়েছি। তাই আমরা একটি কঠিন ম্যাচ খেলার জন্য তৈরি।"
৯০ মিনিটে খেলার ফল না এলে ম্যাচ সরাসরি যাবে পেনাল্টিতে। সেই সম্ভাবনাকে মাথায় রেখে মানোলো বলেছেন, "পেনাল্টির সম্ভাবনা সব সময় রয়েছে। আমি মানি না যে পেনাল্টি লটারির মত। আমার কাছে তা নয়। যদি আপনার কাছে ভালো গোলকিপার থাকে, আর কিছু খেলোয়াড় ক্লান্ত হয়ে পড়ে, তখন আপনাকে শান্ত থাকতে হবে। আপনাকে সেই মুহুর্তে নিজের জাত চেনাতে হবে এবং প্রতিটা পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।"