ভারতের এই প্রতিবেশী দেশে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা, তৈরি রাখুন টিকিট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছর ভারতে ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের। কিন্তু সেই মাসেই ভারতের প্রতিবেশী দেশ চীনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আসছে মেসির আর্জেন্টিনা।
আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ওলে ও ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তবে কাদের বিরুদ্ধে খেলবে, সেটি এখনও নিশ্চিত করা যায়নি প্রতিপক্ষ কারা হবে। সম্ভাবনা রয়েছে একটি ম্যাচ চীনের জাতীয় দলের সাথে হবে।
এদিকে শুধু চীন নয়, নভেম্বরে কাতারেও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে আর্জেন্টিনা। এর মাঝে আফ্রিকার অ্যাঙ্গোলায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১১ নভেম্বর নিজেদের স্বাধীনতার ৫০ বছর পূরণ করবে অ্যাঙ্গোলা, সেই উপলক্ষ্যে সেই দিন আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলতে চাইছে তারা।
এই নিয়ে বৈঠক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়া ও অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েস।