এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান! ভারতসেরা মহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার শিলং লাজংয়ের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জিতে আইলিগ চ্যাম্পিয়ন মহামেডান দল। এর পাশাপাশি আইএসএল এর টিকিটও পেয়ে গেল বাঙলার শতাব্দী প্রাচীন এই ক্লাব।
শনিবার লাজংয়ের ঘরের মাঠে এক পয়েন্টই যথেষ্ট ছিল মহামেডানের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে ম্যাচ শুরুর প্রথম ১ মিনিটে বিশ্বমানের গোল করে দলকে এগিয়ে দেন দলের তারকা বিদেশি অ্যালেক্সিস। প্রায় মাঝ মাঠ থেকে মারা শট জরিয়ে যায় গোলে।
তবে আই আনন্দ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন লাজংয়ের তারদিন। এরপর দুই পক্ষই বেশ কিছু গোলমুখি আক্রমণ করলেও প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ১-১ থাকে।
তবে ড্র করে নয় জিতেই চ্যাম্পিয়ন হওয়ার তাগিদ দেখায় মহামেডান দল। ফলও পায় তারা। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে বাপায়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শট জরিয়ে যায় জালে। ২-১ গোলে এগিয়ে যায় সাদা কালো ব্রিগেড।
দ্বিতীয় গোলের পরেই মহামেডানের রিজার্ভ দল আনন্দে আত্মহারা হয়ে ওঠা। দীর্ঘ প্রচেষ্টার ফল অবশেষে পেল মহামেডান। আনন্দে আত্মহারা হয় মহামেডান ক্লাবে উপস্থিত শত শত সমর্থক।
আগামী মরশুমে আইএসএলে বাংলা থেকে খেলবে তিন প্রধান। মোহনবাগানের ডুরান্ড কাপ, ইস্টবেঙ্গলের সুপার কাপের পর চলতি মরশুমে আবারও ট্রফি বাংলায়। আইলিগ জয়ী মহামেডান।