এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ডুরান্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলছে বেঙ্গালুরু এফসি। গ্রুপ শীর্ষে শেষ করে পরবর্তী রাউন্ডেও পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু দল। আর এরই মাঝে প্যারিস ছুটলেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। বন্ধু নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো ইভেন্টে রুপোর পদক জিতেছেন। তাঁকে অভিনন্দন জানাতেই প্যারিসে যান সুনীল।
শুধু অভিনন্দন জানানোই নয়, নীরজের মেডেল নিজের হাতে নিয়ে দেখেন সুনীল। ভারতের দুই মহাতারকা ক্রীড়াবিদ একে অপরের সাথে দেখা করে বিশেষ কিছু মুহূর্ত ভাগ করে নেন।
পরপর দুটি অলিম্পিকে পদক জিতেছেন নীরজ। এর আগে ভারতের সুশীল কুমার (কুস্তি), পিভি সিন্ধু (ব্যাডমিন্টন) এই মাইলফলক ছুঁয়েছেন।
খবর অনুযায়ী, অস্ত্রোপচার করাবেন নীরজ চোপড়া। অলিম্পিকের সময় তিনি সম্পূর্ণ ফিট ছিলেন না বলেই জানা যায়।