প্রিমিয়ার লিগে খারাপ পারফর্মেন্স, অথচ ইউরোপে ফাইনালের পথে ইউনাইটেড-টটেনহ্যাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে যে দুটি বড় দলের তথৈবচ অবস্থা, সেই দুই দল এবার খেলতে চলেছে ইউরোপা লিগের ফাইনাল! লিগে খারাপ খেলা অবস্থায় কোনও দুই ক্লাব ইউরোপের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতায় এমন পারফর্মেন্স করেছে কিনা, তা নিয়ে ভাবতে সময় লাগবে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার ঠিক সেটাই করে দেখাচ্ছে।
এই মুহুর্তে প্রিমিয়ার লিগে ১৪তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, অথচ এবারের ইউরোপা লিগে অপরাজিত থেকেছে তারা। বৃহস্পতিবার সেমি ফাইনালে স্পেনের ক্লাবে অ্যাথলেটিক বিলবাওকে প্রথম লেগে তাদের ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্ডেজ, আর একটি গোল করেছেন ক্যাসেমিরো।
অন্যদিকে প্রিমিয়ার লিগে ১৬তম স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার সেমি ফাইনালের প্রথম লেগে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে ৩-১ গোলে হারিয়েছে। গোল করেছেন ব্রেনান জনসন, জেমস ম্যাডিসন ও ডমিনিক সোলাঙ্কি। বোডোর হয়ে এক গোল শোধ করেন উরিক সল্টনেস।
ফলে বড়সড় অঘটন না হলে আগামী ২২ মে বিলবাওয়ের মাঠ সান মেমেসে 'অল ইংল্যান্ড' ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি হতে পারে ইউনাইটেড ও টটেনহ্যাম।