মাঠে সূর্যমুখী ফুলের বীজ খাওয়া নিষিদ্ধ! ঘোষণা ইউরোপের নামী ক্লাবের, কারণ জানলে অবাক হবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সূর্যমুখী ফুলের বীজ আজকের দিনে মানুষের নতুন পছন্দ হয়ে উঠেছে। তবে এই বীজ খাওয়ার প্রচলন রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে স্পেনে। স্প্যানিশ ভাষায় সূর্যমুখী ফুলের বীজের নাম 'পাইপাস'। মাঠে প্রিয় দলের খেলা দেখতে দেখতে এই বীজ খাওয়ার প্রচলন অনেক দিনের।
এবার সেই প্রচলনকে নিষিদ্ধ করেছে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এলচে। আগামী ১০ মে থেকে ঘরের মাঠ মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে সূর্যমুখী ফুলের বীজ খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে এলচে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল স্পেনের এই ক্লাব?
সূর্যমুখীর বীজ খাওয়ার আগে দাঁত দিয়ে সেই বীজের খোসা ছাড়িয়ে ফেলতে হয়। ফলে থুতু দিয়ে খোসা ফেলার কারণে স্টেডিয়ামের বিভিন্ন অংশ নোংরা হয়ে যায়। এলচের পক্ষ থেকে জানানো হয়েছে, বীজের খোসার কারণে তাদের স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার পাইপ ভরাট হয়ে গিয়েছে। যার ফলে জলের প্রবাহে বাধা পড়ছে। পাশাপাশি সূর্যমুখীর বীজের খোসার কারণে পায়রা ও ইঁদুরের সংখ্যাও বেড়েছে। এছাড়াও স্টেডিয়ামের কংক্রিটের ক্ষতির হচ্ছে। ফলে স্টেডিয়ামকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এলচে একা ক্লাব নয় যারা সূর্যমুখী ফুলের বীজ নিষিদ্ধ করেছে। স্পেনের লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়া ২০২৩ সালে সূর্যমুখীর বীজের বিক্রয় বন্ধ করে দিয়েছে। পরিবর্তে দর্শকরা প্যাকেটে করে বীজ আনতে পারবে এবং খোসা সেই প্যাকেটে ফেলতে হবে।