দেশের লিগে সুযোগ না পাওয়া এই ভারতীয় ফুটবলার খেলবেন দক্ষিণ আমেরিকার শীর্ষ লিগে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল বা ভারতীয় দলে সুযোগ পান না, তবে সুযোগ পেলেন দক্ষিণ আমেরিকার প্রথম ডিভিশন লিগের এই ক্লাবে। তিনি হলেন ২৬ বছর বয়সী সেন্টার ব্যাক অবনীত ভারতী। বলিভিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব অ্যাকাডেমিয়া ডেল বলোমপি বলিভিয়ানোতে যোগ দিয়েছেন তিনি। চেক প্রজাতন্ত্রের ন্যাশনাল ফুটবল লিগেরক ক্লাব এফকে ভার্নসডর্ফ থেকে লোনে এসেছেন অবনীত।
জন্ম নেপালের কাঠমান্ডুতে হলেও অবনীতের নাগরিকত্ব ভারতীয়। বাবা দূতাবাসের কর্মী হওয়ায় বিভিন্ন দেশে কাটাতে হয়েছে অবনীতকে। যার ফলে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। ২০১৫ সালে স্পেনের নামী ক্লাব রিয়াল ভায়াদোয়িদের অনুর্ধ্ব-১৯ দলে খেলতেন অবনীত। এছাড়া আর্জেন্টিনার সোল ডি মায়োতে খেলেছেন অবনীত।
আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নামী ক্লাবে খেলা অবনীতকে সেভাবে সুযোগই দেওয়া হয়নি নিজের দেশ ভারতে। ভায়াদোয়িদের যুব দলে থাকাকালীন ২০১৫ সালে ডাক পেয়েছিলেন ভারতের অনুর্ধ্ব-১৬ দলের ট্রায়ালে, সাফ চ্যাম্পিয়নশিপে খেলার জন্য। কিন্তু মূল দলে সুযোগ পাননি তিনি। এরপর ২০১৯-২০ মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেললেও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি অবনীত।
২০১৮ সালে ইতালির শীর্ষস্থানীয় পত্রিকা 'ক্যালসিওমারকাতো' তাদের এশিয়ার সেরা অনুর্ধ্ব-২১ ফুটবলারদের তালিকায় অবনীতের নাম লেখে। তবে শুধু অবনীত নয়, তার ভাই অনিকেতও খেলেন দক্ষিণ আমেরিকার নামী ক্লাবে। ২১ বছর বয়সী অনিকেত খেলেছে কলম্বিয়ার প্রথম সারির ক্লাব ইন্ডিপেনদিয়েন্তে সান্তা ফে এর যুব দলে।