এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সের জ্যাভেলিন থ্রো ইভেন্টটি স্বাক্ষী হয়েছিল ইতিহাসের। ফাইনাল রাউন্ডের দ্বিতীয় থ্রোতে ৯২.৯৭ মিটার ছুঁড়ে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। একই থ্রোতে ভারতের নীরজ চোপড়া তার এই মরশুমের সেরা থ্রো (৮৯.৪৫ মিটার) করেও ছুঁতে পারেননি আরশাদকে। যার ফলে সোনা ও রূপো জেতেন যথাক্রমে নীরজ ও আরশাদ।
কূটনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে ভারত ও পাকিস্তান নিয়ে বিভেদ-ঘৃণা থাকলেও এই দুই ক্রীড়াবিদের মধ্যে ঠিক তার বিপরীত রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দুই মহাতারকাই নিজেদের দেশের পতাকা তুলে এক সাথে উদযাপন করেন। স্বয়ং নীরজের মা বাড়ি বসে এই ভ্রাতৃত্বকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন, যখন তিনি বলেছিলেন যে নীরজের মত আরশাদও তার ছেলের মত।
এবার সেই ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য ছড়িয়ে দিলেন আরশাদের মা রাজিয়া পারভিন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বার্তা দিয়েছেন রাজিয়া।
রাজিয়া বলেছেন, "ওরা শুধু বন্ধু নয়, বরং ওরা একে অপরের ভাইয়ের মত। এখানে কোনও প্রতিদ্বন্দ্বীতা নেই - শুধু গভীর বন্ধুত্ব। আমি চেয়েছিলাম নীরজও সাফল্য পাক, ও আমাদের কাছে ছেলের মতই, আর আমি আশা করব ও অনেক পদক জিতুক। খেলায়, জেতা-হারা খেলার অঙ্গ, তবে তাদের বন্ধুত্ব ভ্রাতৃত্বের সমান।"