Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্যারিস অলিম্পিক্সে মহিলা কুস্তি ইভেন্টর ফাইনালে উঠেও মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে সোনার পদক জয়ের জন্য লড়তে পারেননি ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। তবে এবার তাঁর হাতে দেখা গেল সোনার পদক।
হরিয়ানার খাপ পঞ্চায়েতের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সোনার পদক দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। সেই পদক গলায় ঝুলিয়ে সদ্য অবসর ঘোষণা করা কুস্তিগির জানিয়ে দিলেন তাঁর লড়াই এখানেই শেষ নয়।
ভিনেশ বলেছেন, " আমার লড়াই শেষ হয়ে যায়নি, এই লড়াই সবে শুরু হয়েছে। আমাদের মেয়েদের জন্য লড়াই সবে শুরু হয়েছে। "
এছাড়াও ভিনেশ বলেছেন, "আমি যখন প্যারিসে খেলতে পারলাম না আমি ভেবেছিলাম আমার ভাগ্য খারাপ। কিন্তু ভারতে ফিরে এতো ভালোবাসা এবং সমর্থন পেয়ে আমি এখন মনে করি আমি খুবই ভাগ্যবান।"