কিলিয়ান এমবাপ্পে না খেললেই কী ভালো খেলে রিয়াল মাদ্রিদ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুমের শুরুতে ঢাকঢোল পিটিয়ে ফরাসি সুপারস্টার ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে সই করিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তারপর থেকে মাদ্রিদের নতুন নাম্বার ৯ সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। যার প্রভাব পড়েছে রিয়ালের খেলাতেও। ইতিমধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে লস ব্ল্যাঙ্কোস, লা লিগাতেও অনেকটাই পিছিয়ে পড়েছে।
আর এই নিয়ে রিয়াল সমর্থকদের বিরক্তি এতটাই চরমে চলে যায়, রবিবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে সাসপেন্ড থাকায় গ্যালারিতে থাকলেও যতবার বড় স্ক্রিনে এমবাপ্পের ছবি আসছিল, ততবার কুৎসার স্লোগান দিয়েছেন রিয়াল সমর্থকরা।
তবে একটি পরিসংখ্যান সামনে আসছে, যা দেখে মনে হবে, এমবাপ্পে না থাকলে ভালো খেলছে মাদ্রিদ। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে ধরলে, এমবাপ্পে যে ম্যাচগুলিতে খেলেননি, তাতে একটিও হারেনি রিয়াল। তিনটি জয় ও দুটি ড্র করেছে তারা। এমনকি, বিলবাওয়ের বিরুদ্ধে এমবাপ্পে না থাকলেও, ১-০ গোলে জিতেছে রিয়াল।
এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন, এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো এক সাথে খেললে, রিয়ালের ডানদিকটা দূর্বল হয়ে যায়। কারণ এই তিন ফরোয়ার্ডই বাঁদিক থেকে নিজেদের আক্রমণ তৈরি করে, যার ফলে ডানদিকে ফাঁকা থেকে যায়। যা নিয়ে রিয়াল কোচ কার্লো আনসেলোত্তিকে বেশ সমস্যায় পড়তে হয়েছে।