এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। ২০ বছরের তরুণ তুর্কি কার্লোস আলকারাজই এখন টেনিসের নতুন নক্ষত্র। রবিবার ৪ ঘণ্টা ৪২ মিনিট লড়াই শেষে জোকারকে হারান তিনি। প্রথমবারের মতো উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে গেলেন এই স্প্যানিশ তরুণ।
এরপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আলকারাজ। নিজের গ্রামের টেনিস ক্লাবের গণ্ডি ছাড়িয়ে কৈশোরে আলকারাজ ভর্তি হয়েছিলেন নাদালের অ্যাকাডেমিতে। সেখানেই পেয়েছিলেন পেশাদার টেনিসের পাঠ।নিজের গুরুকুলের শিক্ষার্থী এখন উইম্বলডন চ্যাম্পিয়ন। উত্তরসূরিকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাদাল।
সোশ্যাল মিডিয়ায় নাদাল লেখেন, "অভিনন্দন কার্লোস আলকারাজ়। আজ আমাদের দারুণ আনন্দ দিয়েছো। স্পেনের টেনিসের পথপ্রদর্শক মানোলো সান্তানা আজ যেখানেই থাকুন না কেন, আমি নিশ্চিত তিনিও তোমাকেই সমর্থন করেছেন। তোমাকে আলিঙ্গন পাঠালাম। মুহূর্তটা উপভোগ করো, চ্যাম্পিয়ন।"