বিশ্বচ্যাম্পিয়ন! দেশকে বিলিয়ার্ডসে গর্বিত করলেন কলকাতার ছেলে সৌরভ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২৫ সালের আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন সৌরভ কোঠারি। বুধবার আয়ারল্যান্ডের কার্লোতে স্বদেশীয় ও অভিজ্ঞ পঙ্কজ আডবানীকে ৭২৫-৪৮০ ফলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কলকাতার ছেলে সৌরভ।
এই ফাইনালে নিজের সর্বকালের অন্যতম সেরা পারফর্মেন্স করেছিলেন সৌরভ। আডবানীর বিরুদ্ধে ৩২৫ পয়েন্টের ব্রেকটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এছাড়া ১১৯ ও ১১২ পয়েন্টের দুটি ব্রেক করেছেন তিনি।
এর আগে ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌরভ, তবে এই ফাইনালটাই একটু আলাদা ছিল। এই ফাইনালটা হয়েছিল টাইমড ফর্ম্যাটে, যে ফর্ম্যাটে সৌরভের বাবা মনোজ কোঠারি ১৯৯০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ৩৫ বছর পর ছেলে সৌরভও বিশ্বজয় করলেন।